বিশ্ব শান্তি পরিষদ যেমন “জুলিও ক্যুরি’র নামে শান্তি পদক দিয়ে বঙ্গবন্ধুকে সম্মানিত করেছিল, তেমনি বঙ্গবন্ধুর নামেও একটি আন্তর্জাতিক শান্তি পদক প্রবর্তন করা হোক।
আগামি ২৩ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর “জুলিও ক্যুরি পদক” প্রাপ্তির ৫০ বছর পূর্তি।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই অর্জনের দিনটিকে স্বরনীয় করে রাখতে বর্তমান আওয়ামী লীগ সরকারের কাছে একটি প্রস্তাব :
১০ অক্টোবর ১৯৭২ সালে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় পৃথিবীর ১৪০টি দেশের ২০০ প্রতিনিধির উপস্থিতিতে বঙ্গবন্ধুকে “জুলিও কুরি শান্তি পদক” প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। শোষিত ও বঞ্চিত জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তথা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ব শান্তি পরিষদের সর্বোচ্চ সম্মান ‘জুলিও কুরি’ পুরস্কারে ভূষিত করা ছিল তৎকালীন বিশ্ব পরিস্থিতিতে অসামান্য একটি ঘটনা।
পরের বছর ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত এশীয় শান্তি সম্মেলনে বঙ্গবন্ধুকে “জুলিও কুরি পদক” প্রদান করেন পরিষদের সেক্রেটারি জেনারেল রমেশ চন্দ্র।
বঙ্গবন্ধুর “জুলিও কুরি পদক” প্রাপ্তির ৫০ বছর। এ উপলক্ষে সরকারের পক্ষ থেকে কিছু কর্মসূচি নেওয়া হবে বলে শুনেছি। তবে শুধু আলোচনা সভা বা আরও কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমার একটি সুনির্দিষ্ট প্রস্তাব সরকারপ্রধানের সদয় বিবেচনার জন্য রাখতে চাই। তা হচ্ছে বিশ্ব শান্তি পরিষদ যেমন “জুলিও ক্যুরি’র নামে শান্তি পদক দিয়ে বঙ্গবন্ধুকে সম্মানিত করেছিল, তেমনি বঙ্গবন্ধুর নামেও একটি আন্তর্জাতিক শান্তি পদক প্রবর্তন করা হোক।
বর্তমান সময়ের একজন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন রাষ্ট্রচিন্তাবিদ, অর্থনীতিবিদ, সমাজ বিজ্ঞানী সহ আরো বিশেষ কিছু কাজের অবদান স্বরুপ “বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পদক” দিয়ে শান্তির প্রতি বঙ্গবন্ধুর অবিচল আস্থার বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হোক।
বঙ্গবন্ধু একটি কথা বারবার বলতেন, ‘বুকের রক্ত দিয়ে হলেও বাঙালির ভালোবাসার ঋণ আমি শোধ করে যাবো ইনশাল্লাহ।’
বঙ্গবন্ধু তার সে কথা রেখেছেন, তিনি বুকের রক্ত দিয়েই বাঙালির ভালোবাসার ঋণ শোধ করে গেছেন। এখন সময় হয়েছে আমাদের অর্থাৎ বাঙালি জাতির উচিত, বঙ্গবন্ধুর রক্ত ও আত্মত্যাগের ঋণ শোধ করে যাওয়া, আর তা করা সঠিক উদাহরণ হতে পারে “বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পদক” ঘোষনার মাধ্যমে।
২৩ মে বঙ্গবন্ধুর জুলিও ক্যুরি পদক পাওয়ার ৫০ বছরপূর্তিতে বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক শান্তি পদক প্রবর্তনের মাধ্যমে আসুন এবার আমরা বঙ্গবন্ধুর ঋণ কিঞ্চিৎ পরিশোধের প্রয়াস গ্রহণ করি।
লেখক :
আবুল কাশেম পাটোয়ারী,
সম্পাদক,বাতায়ন24.কম।