জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা কর্তৃক আয়োজিত আলোচনা সভা , কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মীরসরাই উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি জাহাঙ্গীর ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক হারুন রশীদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ হাসান, সাইফুল ইসলাম সোহাগ, হারাধন চন্দ্র নাথ, মধ্যম মায়ানী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদ ইকবাল, মহিউদ্দীন, সফিউল আলম প্রমূখ।