চিত্তরঞ্জন সাহা চিতু
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার
জন্ম হলো যার,
কাঁপিয়ে দিলো একাত্তরে
নেই তুলনা তার।
স্বপ্ন ছিলো দু’চোখ জুড়ে
করবে স্বাধীন দেশ,
এই বাঙালী বলবে কথা
আসবে পরিবেশ।
স্বপ্ন যে আজ সত্যি হলো
যুদ্ধ হলো দেশে,
পাক পশুরা বুঝলো ঠেলা
হার মেনেছে শেষে।
আজকের এই জন্মদিনে
তাইতো স্মরণ করি,
রক্তে কেনা সোনার এদেশ
এসো এবার গড়ি।