তুমি শিকল পরিয়ে দিয়েছো নিশুতি
আমি দূরত্ব নিয়ে ছুটছি!
তোমার অবলা চিন্তার খাঁজে খাঁজে
আমি কি রয়েছি?
নিরবতা কতদিন রাখবে নিশুতি?
নিজেকে বোঝাতে পারবে তুমি!
আমি দু-হাত মেলে ডাকছি
কোথায় আমার নিশুতি?
তুমি বোঝাতে পারোনি
আজও আমি নিরুত্তর থেকেছি।
কলম তুলির পঙক্তিতে পঙক্তিতে
নিজেকে হারিয়ে ফেলেছি!
তোমার স্বাদে-গন্ধে কত স্বপ্ন সাজিয়েছি,
চিৎকারগুলো ডাকছে নিশুতি।
কেন তুমি মৃত কবরে বন্দি?
আমি স্মৃতির ছেঁড়া পাতা নিয়ে তোমার কবরে কাঁদছি!