কাউসার হামিদ শ্রাবণ, ফেনী প্রতিনিধি
আজ ফেনীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৪৯তম মহান বিজয় দিবস। বুধবার দিবসের প্রথম প্রহর ভোর সাড়ে ৬টায় শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
স্বাস্থ্যবিধি মেনে শহরের জেল রোডে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, সংসদ সদস্য জননেতা নিজাম উদ্দীন হাজারী। পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফেনী জেলা আওয়ামী লীগ, ফেনী প্রেসক্লাব, জেলা পরিষদ, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা ও সদস্যবৃন্দরা।
এ সময় শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডিসি মো. ওয়াহিদুজ্জামান, এসপি খোন্দকার নুরুন্নবী, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য আবদুর রহমান বিকম, ডিডিএলজি ড. মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুমনী আক্তার, সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন, পিডিবির নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম প্রমুখ।