আইরিন সুলতানা লিমা
লুটে নিবি তো লুটে নে,যা পারিস লুটে নে!
না লুটবি তো মর গে, আমায় এবার ছোড় দে!
মিষ্টি কথার যাদুতে,সরল নকল হাসিতে
মন ভুলিয়ে জড়িয়ে নিবি
ফের কেন উদাস হবি!
কপালের চুমোকে কেন নরকের চাঁদ বানাবি?
রোজ তোর সাক্ষাতে মিথ্যের ভোজ হয়
লজ্জার জল গড়িয়ে গিয়ে নিচুতে মুখ লুকোয়
একবার জলের দিকে তাকাই,
একবার দেয়ালের আরবি অক্ষরে,
শেষে তাকিয়ে দেখি মিথ্যের মুখোশে!
আড়াল হলেই চেনা যায় মিথ্যের স্বরূপ!
আসলে হয়নি এখনো জটিল কিছুই
আমাদের জানাশোনার এখনো অনেক বাকি,
আমি কী তোমাকে দিচ্ছি ফাঁকি!
তুমি দেখি বাঙাল,প্রেমের বড়ই কাঙাল!
এটাতো নয় পুতুলখেলা,
যখন তখন যায় খেলা!
তুই মিথ্যুক,আজন্ম চাড়াল!
এবার হচ্ছি আমি আজন্ম আড়াল!
লজ্জা কী আছে তোর!
ফের তুই আসবি…
আমাদের জানাশোনার এখনো অনেক বাকি,
আমি কী তোমাকে দিচ্ছি ফাঁকি!