মাজেদুল হক
শুনেছি লোকের মুখে
প্রেম করে সাধু ,
মনের প্রকৃত আকর্ষণ
নয় কোন যাদু ।
জেনেছি জ্ঞানীর কাছে
খাঁটি প্রেম করিলে ,
সুখের অমৃত স্বাদ
প্রেমিকের ভাগ্যে মিলে ।
দেখেছি জগতের মাঝে
সত্যিকার প্রেমিক যাঁরা ,
মরিতে বাঁধা তবুও
প্রেম ভুলে না তাঁরা ।
বুঝেছি প্রেম আসলেই
স্রষ্টার অতুলনীয় দান,
তাই একজনের প্রতি
আরেক জনের আত্নার টান ।