বিউটি আক্তার
প্রেম বড় না সাধন বড়
বড় তোমার মন,
কোন সাধনে প্রেম করিবে
যাচাই করো জন।
থাকবে যখন প্রেম যমুনায়
আমি তুমি সবে,
প্রেমের প্রেমিক হয়ে ভবে
সাধন করো তবে।
দেহের ঘড়ি যখন তোমার
থেমে রবে ইস্তির,
কোন সাধনে কাটাইছো দিন
পাবে কি তুমি স্বস্তি!
সবিই রবে এই দুনিয়ায়
থাকবোনা আমরা সবে,
মিছে মায়ার এই দুনিয়া
সাধন করো তবে।