তাপস কুমার বর
একটা যুগের অবসান,
সেই সত্যজিতের যুগে প্রিয় সৌমিত্র চট্টোপাধ্যায়।
কখনো তুমি মতি নন্দীর কোনি নাটকে ক্ষিতীশ সিংহ,
কখনো বা সত্যজিতের ফেলুদা।
আজ একটা যুগের অবসান,
সেই উত্তম সূচিত্রা যুগের।
মৃত্যুতে হয় সব শেষ….
রয়ে যায় শুধু তার অমর কীর্তি।
সবার প্রিয় সৌমিত্র চট্টোপাধ্যায়,
তুমি রইবে আমাদের চিরকাল বাঙালি সর্বমননে।
তোমার মৃত্যুতে ফিল্ম আজ মনিহারা,
একটা উজ্জ্বল ধ্রুবতারা গেলো খসে।
তুমি দিয়ে গেছো কত উপহার…
তোমার অভিনয়ের মুগ্ধ প্রাঙ্গণে।
আজ সেই আলমারি বইখাতা তোমায় খোঁজে,
তারা তোমার আবৃত্তির মুগ্ধ প্রাঙ্গণে।
মৃত্যু তো সবার একদিন না একদিন হবে,
থাকবে শুধু…
তোমার কর্মের প্রন্থা গুলো চিরকাল পৃথিবীতে বেঁচে।
রেখে গেছো কত সব মুগ্ধ অভিনয়,
তোমার কীর্তির অমর কর্মের প্রাঙ্গণে।
হয়ে গেলো একটা যুগের অবসান,
সকলের প্রিয় সেই সৌমিত্র চট্টোপাধ্যায়।