নাহিদ আহম্মেদ নিরব
যারা এতো বড় দেশটাকে ভাগ করে,
ক্ষমতার অলিন্দে বসতে চেয়েছে-
তাদের গালে সপাটে থাপ্পড় এর নাম বঙ্গবন্ধু।
যে ক্ষনজন্মার জন্ম না হলে হয়তো,
বাংলাদেশের স্বাধীনতার সূর্য উঠতো না কোনদিন;
তার নাম বঙ্গবন্ধু, মুজিব বাঙালীর আবেগের নাম,
মুজিব বাঙালীর সাহসের নাম
শেখ মুজিব বাঙালীর হৃদপিণ্ড
যার নাম শুনে এখনো খাড়া হয়ে ওঠে প্রতিটি লোমকূপ।
আজও শিরায় শিরায় রক্তের সাথে ছোটে সেই বঙ্গবন্ধুর নাম ….
বাঙালির আজন্ম ভালোবাসা, জাতির হৃদস্পন্দন….স্বাধীনতা ।
যে কোনদিনই চায়নি দেশমাতৃকার অঙ্গচ্ছেদ,
চায়নি ভাষা হউক উর্দু , তার নাম বঙ্গবন্ধু ।
আজও স্বাধীনতার ৪৯ টি বছর পরেও যে রয়ে গেছে অপাঙ্ক্তেয় !
তার নাম বঙ্গবন্ধু ।
৬৪ টি জেলা , ১লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গ মাইল জুড়ে ,টেকনাফ থেকে তেতুলিয়া হাজার মাইলে
আজও যে চিরন্তন রহস্যময় দেশের মঙ্গলে,
সেই আপোষহীন সংগ্রামের নাম বঙ্গবন্ধু ।
না জানি কত নায়ক খল-নায়ক হবে যদি রহস্য উন্মোচিত হয়,
তুমি চাওনি ক্ষমতা, চেয়েছিলে স্বাধীনতা,
তাই তুমি আজও বীর নেতা ।
ব্রিটিশ সরকারের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছিল,
সেই ভয় এখনো তাড়া করে বেড়াচ্ছে রাষ্ট্রপুঞ্জকে ।
তোমাকে নিয়ে যে আন্তর্জাতিক রাজনীতি,
সেই রাজনীতি আজও চলছে…..
বাংলাদেশের অফিসে আদালতে তোমার ছবি ,
তুমি আছো বিপ্লবের আগুনে…প্রতিরোধের বুলেটে,
এদেশের মুদ্রায় আছে তুমি !
আছো বেকারের মননে, স্বাধীনতার স্বপ্নে, আদর্শের বীজমন্ত্রে ।
এদেশের দেশমাতা জনদরদী শেখ হাসিনা
১৭ ই মার্চের সকালে তোমার স্মৃতিতে ফুল দিয়ে,
দেশপ্রেমিক দেশপ্রেমের ঘুড়ি উড়ায় !
ধানমন্ডির ৩২ নাম্বার ঘর,
তোমার হাতে গড়া লড়াকু সবকিছু
আজও তোমার অপেক্ষায়-
বাঙালি আজ বিকৃত , বিক্রি হয়েছে মতাদর্শ,
স্বার্থান্বেষী লুঠেরাদের দেশ-লুঠ দেখেও কি তুমি…
ঠাঁই শুয়ে থাকবে টুঙ্গিপাড়ার মোড়ে,
একটা গোটা জাতিকে ঝুঁকি নিয়ে লড়বার অনুপ্রেরণায়-
আজ আবার তোমাকেই চাই ।
আজ দেশটাকে যারা বিকিয়ে দিতে চাইছে,
তাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে তোমাকে চাই ।
চাই জাতপাতের বিভেদের রাজনীতি রুখতে,
চাই বেকারের ‘দুটি হাতে একটি কাজ’-এর জীবন সংগ্রামে…
তোমাকে চাই ক্ষুধাতুর শিশুর ভাতের লড়াই করতে।
রৃদয়ে আছো তুমি বহমান
সালাম জানাই বীর তোমায় এই শত বর্ষে
শেখ মুজিবর রহমান।।