রকিব হোসেন
ইদানিং ঘুমালেই দেখি যে তোমার সাথে
ধুমিয়ে প্রেম করছি। ফুলার রোডে তুমি নীল
শাড়ি পরে
আমি নীল পাঞ্জাবি পরে তোমার হাত ধরে হাটছি,,
তোমার কপালের নীল টিপে হারিয়ে
যাচ্ছি। এই হারাতে হারাতেই ঘুমটা
ভেঙে যায়! তুমি তো ঘুমিয়েই থাকো আর
আমার নির্ঘুম কাটে বাকী রাত। সকালে
আর তোমাকে খুঁজেও পাইনা!
ধ্যাৎ, এরকম অসম্পূর্ন প্রেম আর
ভাল্লাগেনা! তাই ঠিক করেছি
রাত্তিরবেলা না ঘুমিয়ে তোমার কাছে
চলে যাবো। কিন্ত এই কোয়ারান্টাইনে
বাইরে বেরুবার তো উপায় নেই, তাই
জোছনার আলো হয়ে তোমার ঘরের মধ্যে
ঢুকে পড়বো। তুমি তখন ঘুমিয়ে থাকবে,
তোমার পাশে বসে ঘুমানো
তোমাকে দেখবো। তাকিয়ে থাকবো
তোমার ঘুম চোখের দিকে। তুমি হয়ত স্বপ্ন
দেখে ঠোঁট বাঁকাবে, আমি তখন মুচকি
হাসবো। কপাল কুঁচকালে, তোমার মাথায়
হাত বুলিয়ে দিব।
আচ্ছা, ঘুমানোর সময় তোমার লম্বা
চুলগুলা কি এলোমেলো হয়ে থাকে? নাকি
চুল বেঁধে রাখো? এলোমেলো হয়ে থাকলে
আমি গুছিয়ে দিব, আর বেঁধে রাখলে, খুলে
ফেলবো। আর তখন যদি তোমার ঘুম ভেঙে
যায় তো, ঘুম পাড়ানি গান গেয়ে আবার ঘুম
পাড়িয়ে দিব।
ঠিক সকাল হবার আগ মুহুর্তেই তোমার
কপালের এলোমেলো চুলগুলোয় ফুঁ দিয়ে
আরো এলোমেলো করে রেখে পালিয়ে
আসবো।