আছো আজ কেমন তুমি
সুখের চাদর গায়ে,?
মাটিতে আজ ঠেকেছে পা
নাকি আছো সুখের নায়ে?
ভুলেই গেছো আজকে তুমি
ভুলেছো আমার কথা,
স্মৃতির পাতায় লাগছে আজ
তোমার জন্য ব্যাথা।
ফেসবুকের বন্ধু আমি
নই আমি তোর মনের
স্মৃতির পাতায় আমি যে তোর
অন্ধকার মনের কোনের।
আজকে আমি অনেক দূরে
ফেলনা যে তোর মনে
আমার সাথে দেখা কী আর
হবে রে তোর সনে।
আজকে খুঁজিস কোথায় আমায়
খুঁজিস কোন আজ খবরে
আমি যে আজ নীরবে শুয়ে
কেবল তোর খোঁড়া কবরে।
বৃথাই খুঁজিস আমায় ওরে,
তোর ঐ গহন বনে,,
আমি যে আজ গেছি মরে
তোর ঐ শুষ্ক মনে।