আনোয়ার হোসেন
সকল স্তুতি তব তরে হে রহমান ,
নিখিলেরে সুজিলা করিয়া সিনান।।
তুমি রহিম ও রহমান ,
সাঙ্গ দিবসের মালিক তুমি,
গাহি তব গান।
তোমারি সাহায্য মাগি,
তোমারি তরে তরিতে অনুরাগী ,
সরল পথের পূণ্য তরিতে
মোদের চালাও ওগো ।
তাদের পথে যাঁদের তুমি দানিছো অনুগ্রহ ।
তাদের পথ ভুলি যেন মোরা ,
যারা বিপথগামী।
হঠকারীর পথে নাহি চলি যেন,
সবারে বাসি গো ভালো।
জনেজনে যেন বিলাইতে পারি
তব কোরআনের আলো ।
কত পাহাড়, বিপিন সৃজিলা তুমি
পনয় ধরনী,
তোমার কাছে হস্তযুগল, ভাসাইতে আঁখি জানি।
তব নামের গুণের আলোয়,
জাগিয়াউঠিল ধরা ।
জনেজনে যেন ছড়াইয়া গেল ।
ঐ মিষ্টি নামের ধারা।
সাঙ্গ করি তব তরে এই মোনাজাত,
রিক্ত হস্তে সিক্ত আঁখি দাও পূণ্যে ভরিয়া তাত ।