বিমান বিশ্বাস
শুরুতেই ছিল আমার ভুলের কারবার,
আমার মনে হয় জানো?
কোষে কোষে মিশে আছে আমার ভুলের রক্তস্রোত!
কখনো আমি একাকী;
সবুজ শৈবালের অনুপস্থিতির কথা শুনি,
শুনি আমি–
মনের গভীরে তার দ্বাদশীর মৃত্যুর ফাঁদ!
ছায়া ঘন নিকুঞ্জ হৃদয় গৃহ আজ,
আজ যেন হাহাকারে আর
বিষময় অনাকাঙ্খিত বেদনায় হয় রক্তস্নাত!
আজ আমি নিঃস্ব;
লোহিত প্রখর উত্তাপে পুড়েছে আমার,
পুড়েছে আমার হৃদয় ভ্যালির সব কাল্পনিক প্রেমের টুকিটাকি চাওয়া পাওয়া।
আমি এখনো বসে বসে ভাবি;
শরীরে বুঝি আমার,
সোডিয়াম, পটাশিয়ামের বড়ো অভাব,
না হলে;
কেনোই বা এমন হবে!
বারে বারে সেই ভুলেই শুধু পা ফেলি!
অমাবস্যার কালো ভাইরাস
আজ বেঁধেছে আমায়-
হৃদয়ে বাজে না আর শঙ্খ ধ্বনি,
শুনি না কুলকুল স্রোতের বানী!
জাগ্ৰত যে ছিল এতো দিন
আজ সে ভাসিয়ে দিয়েছে তার হৃদয় তরী…
অকুল প্রেমের আস্বাদ পেতে
প্রেমের সাগরে ভেসে!
আমাকে একাকী ফেলে,
তার আপনার ঘরে…