আমি নতুন প্রজন্ম থেকে বলছি
একজন মানবের বজ্রধ্বনির কথা বলছি ।
কালে কালে ক্ষনে ক্ষনে যে শোষণের প্রতিবাদে হয়ে ওঠেছিল,
বাঙালির তেজোদীপ্ত প্রতিবাদের কেন্দ্রবিন্দু।
হ্যা, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলছি।
১৭ই মার্চ আজকের এইদিনে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খোকা নামে বেড়ে ওঠা সেই শিশু।
যার শৈশব আজ লক্ষ শিশুর অনুপ্রেরণা যোগায় একজন খোকা হয়ে বেড়ে উঠতে।
যার কৈশোর অনুপ্রেরণা হয় একজন স্বচ্ছ মানুষ হিসেবে মানুষের পাশে দাড়াতে,
তাদের ভালোবাসা অর্জন করতে।
যার যৌবন অনুপ্রেরণা দেয়
রক্তচক্ষু হিংস্র শাসকের হাত থেকে নিজেদের অধিকারটুকু আদায় করে নিতে।
যা আজও বিশ্বদরবারে মাথা উঁচু করে রেখেছে ।
রেখে গিয়েছেন, একটি তৃপ্তিময় মাতৃভাষা ” বাংলা”।
তাইতো বাঙালি হিসেবে বলতে চাই–
তুমি বঙ্গবন্ধু, তুমি অনন্য।
বাঙালি পেয়েছিলো তোমায়
তাই আজ তারা ধন্য।
অসাধারণ
অনেক সুন্দর ভাইয়্যা