মেহের আমজাদ
ফিরে যায় প্রকৃতিই
কি হবে আর জনারণ্য।
মায়ার বাঁধন এত আয়োজন –
এতো কোলাহল
কেবলই শূণ্যতায় ভরা।
আমাকে দিয়েছিলো যাঁরা
নিখাদ সুখ
তারায় কেবল বার বার
পিছু টানে
নিগুঢ় ভালোবাসার আহবানে।
চীরচেনা এ-ই বাংলার
মেঠো পথ, সবুজ ঘাস, বন-বনানি
আমাকে দিয়েছে যে নিখাদ সুখ
তুমি তা পারো না-
পারেনি কেউ।
রয়ে যাবো তাই যতদিন আছি
এই পৃথিবীর পর
প্রকৃতির রূপ, রস,গন্ধ মেখে
প্রকৃতিকে ভালোবেসে।