পুরানো কালুরঘাট রেল সেতুতে বর্তমানে পড়ে আছে অনেকটা ছিন্নভিন্ন দেহ!
মরণফাঁদে পরিনত হয়েছে সেটা আর প্রতিনিয়ত এই কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়েছে বহু মানুষজন।
তারই ধারাবাহিকতায় এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে গত ২দিন আগে! তার পরিচয় এখনো জানা যায় নাই।
সকালে সাইকেল করে ব্রিজ পার হচ্ছিল সেই যুবক! অপরদিক থেকে আসা ট্রেন চাপা দিয়ে চলে যায় তাকে! এরপর ব্রিজ বন্ধ দুপুর ২টা পর্যন্ত,এভাবে আর কত মায়ের বুক খালি করবে অভিশপ্ত কালুরঘাট সেতু।
যেন দেখা বা বিকপ্ল ব্যবস্থা করার কেউ নেই। সাধারন জনগনের আশা এই ব্রীজটি কিছুটা সংস্কার করে হলেও যাতে মানুষের এই মরনফাঁদ থেকে রক্ষা করা হয়।