সৌমেন দেবনাথ
(যশোর)
মানুষ মরছে আশেপাশে
পুঁটি মাছের মত,
স্রষ্টা প্রেমে নিমগ্ন হও
করো মাথা নত।
তাজা তাজা যুবক মানুষ
যাচ্ছে মরে নিত্য,
চিকিৎসাতে হচ্ছে না কাজ
কি হবে এই বিত্ত।
সকাল বেলা ঘুম ভেঙে যায়
দিয়ে মৃত্যু সংবাদ,
রাগ পুষে রেখো না মনে
বাদ দিয়ে দাও বিবাদ।
মানুষ মেরে রক্তে ভিজে
পাবে না ভাই শান্তি,
সঠিক পথে ফিরে এসো
ফেলে সকল ভ্রান্তি।
কাউকে ফেলে মনের সুখে
যত উঠবে উঁচে,
ততই ব্যথা পাবে তুমি
পড়লে হঠাৎ নিচে।
জন্মজেলায় বাড়ি করে
ফ্লাট কেনো ঢাকায়,
মৃত্যুমুখে পড়বে তুমি
বাঁচবে না ভাই টাকায়।
কত মানুষ ভবের মাঝে
করলো দম্ভ গর্ব,
ছোট্ট রোগে ভূগে ভূগে
হারিয়েছে সর্ব।
সবাই বুঝি সবই বুঝি
তবুও করি ভান,
স্রষ্টা প্রেমে শান্তি পাবে
হয়ে যাও সব সাবধান।