পঁচিশ টা বছর পূর্ণ হলো
দুই হাজার কুড়ির শেষে,
তুমি বাবা চলে গেছো,
তারাদের দূর দেশে।
মা গিয়েছে অনেক আগেই
তুমি গেছো পরে,
তোমার-মা এর অভাব এখন
আঁধার ঘনায় ঘরে।
শুকতারা টা ক্লান্ত যখন
তোমার জাগরন,
শয্যা ছেড়ে শীত-গ্রীষ্মে
তোমার মুখ -হাত প্রক্ষালন।
নয়টা পেটের খোরাক জোগার
স্বল্প ছুটকো আয়
খড়দা বাজারে আম- আখ বেঁচে
দিনগুলো কেটে যায়।
পড়ছে মনে, দুপুর বেলায়
পয়সা গোনার ধুম,
খাওয়া শেষে তোমার পাশে
গল্প শোনা আর ঘুম।
চুরাশি বছর একই রকম
গতরে নিজে খেটে,
ছেলে-মেয়ে করেছো মানুষ
ভাত দিয়েছো পেটে।
তোমার খোকা রোজগেরে আজ
তুমি কোথায় গেলে,
মা আর তুমি আমাকে ওগো
একলা রেখে ফেলে?
আজো আমি আখ খাইনা
মনে পড়ে তোমার কথা
সুখের সেদিন ভাসে চোখে
মনে জাগে ভীষন ব্যথা।
নাতনি শুধায় তোমার কথা
গল্প গাঁথে তাঁর মনে,
ওর মনে আজ তুমি বিরাজ
সোনার সিংহাসনে।
যেখানে আজ আছো তুমি
ঢালো আশীষ বারি
তোমার মতো বাবা যেন
আর জনমে পেতে পারি।