মোঃ কামরুল হাসান
সভ্যতা? সেতো নেই
হিজল বনে হারিয়ে গেছে।
মানবতা? সেও নেই-
দূর অরণ্যে নীলিমা ছুয়ে।
ভালবাসা? বিভিষিকাময়-
এক পশলা বৃষ্টি, অতঃপর ক্ষরতা।
অনুভূতি? সনাতন কিন্তু ভোতা-
রুপ নিয়েছে দারিদ্রে।
সহানুভূতি? পলাতক, দুর প্রান্তরে-
দুর্বাঘাসের অন্তরালে।
মমতা? স্রোতস্বিনী নদী-
নাব্য হারিয়ে বালুচরে।
বন্ধুত্ব? অনেক হিসাব-নিকাশ-
বিচ্ছেদ বিরহে অবান্তর।
সামাজিকতা? ভ্রান্ত পথিক-
পথ হারিয়ে তেপান্তর।
রাজনীতি? নিকশ কালো অন্ধকার-
সহসা অচেনা, আপনজন স্বার্থপর।
ক্ষমতা? ব্যভিচারে জগৎময়-
হচ্ছে যেটা হবার নয়।
আমি সেই সভ্যতার কথা বলছি-
ধুয়েমুছে জীর্ণতা-
পশ্চাতবাহী মানুষগুলো
ফিরে এনেছিল সততা।
আমি সেই মানবতার কথা বলছি-
দুঃসময়ে বঞ্চিত মানুষগুলো
সমতার গান গেয়ে
একই সাথে, একই পথে চলেছিল।
আমি সেই ভালবাসার কথা বলছি-
কন্টাকাকীর্ণ পথে বিছিয়ে ফুল-
বিশ্ব করেছিল জয়
যা ছিলো নির্ভুল।
আমি সেই অনুভূতির কথা বলছি-
অপর দুখে দুঃখিত আমি
কষ্টো মেনেছে হার-
জীর্ণতা জলাঞ্জলি।
আমি সেই সহানুভূতির কথা বলছি-
অভুক্ত পাগল শুয়ে আছে একা,
হাত বাড়াইনি আমরা কেন-
হয়নি পেছন ফিরে দেখা।
আমি সেই মমতার কথা বলছি-
সাম্যহীনতা রুদ্র এনেছে,
বিবাদে ধরণী-
ব্যবধান গ্রাস করেছে সমতা।
আমি সেই বন্ধুত্বের কথা বলছি-
হিসাব নিকাশ গড়মিল করে,
নিজের রাজত্ব নিজে বাড়িয়ে-
সরিয়ে দিয়ে যারে।
আমি সেই সামাজিকতার কথা বলছি-
গুরুজনকে সম্মান দাও,
দুঃখি জনের পাশে দাড়াও-
হোকনা ক্ষতি একটু তোমার।
আমি সেই রাজনীতির কথা বলছি-
তুমি নেতা, অযথা করোনা হেও,
তাহার জন্য তুমিই নেতা-
কথাটি ভুলেনা যেও।
আমি সেই ক্ষমতার কথা বলছি-
যাহা চিরস্থায়ী নাহি,
সময় যতই তোমার হাতে-
গোধূলীর অবসানে যামিনী।