ইমরান ফারুকী
দৃশ্যতঃ তবে কেন দৃষ্টির অগোচরে
কালো মেঘে আবৃত নিলীমা ঐ সুদূরে,
নির্মল দুচোখে দৃশ্যমান অহমিকা
অদ্বিতীয় তৃতীয় নয়নের বিশালতা
হৃদ্যতার আলেখ্য হয়নি কক্ষনো দেখা।
চলছে হৃদ্যতার চরম আকাল
হিংসে বিদ্বেষের যাঁতাকলে নাকাল,
নিম্ন ও ধনীক শ্রেণির অগ্রহণীয় ব্যবধান
চতূর্দিকে হতাশার আস্ফালন।
নব্য মোড়কে বিজাতীয় কৃষ্টির লালন
একান্নবর্তী পরিবারতন্ত্রের প্রস্থান,
বিজাতীয় তত্ত্বের অশুভ গেড়াকলে
শুদ্ধ সমাজনীতির অন্তর্ধান।
রং বদলায়,ঋতু বদলায় বটে
কালের সাক্ষী শতবর্ষী বটবৃক্ষ
উঠোনে আজও অবলীলায় স্থির দাঁড়িয়ে।
সেকেলের ভাঙ্গা অরক্ষিত আয়নায়
জমেছে ধূলোর আস্তরণ
যায় না দেখা আগের মতন।
পরিত্যক্ত স্বর্নালী স্মৃতির পাণ্ডুলিপি
আজ শুধুই অতীত ইতিহাসের সাক্ষী।