চিত্তরঞ্জন সাহা চিতু
মার্চে শুরু হয়
ডিসেম্বরে শেষ,
যুদ্ধে বাঙালীদের
মনোবল বেশ।
মার্চে সেই সাতে
দিলো মহা ডাক,
যুদ্ধের আগুনটা
ছড়িয়েই যাক।
ডাক শুনে বাঙালীরা
জাগে ঘরে ঘরে,
প্রতিশোধ প্রতিরোধ
দুর্গটা গড়ে।
অস্ত্রটা হাতে হাতে
শ্লোগান মুখে,
মানে নাতো ভয় ভীতি
সাহসটা বুকে।
হার মানে দস্যুরা
হয় নাজেহাল
সেই দিন সারাদেশে
হয় উত্তাল।
লাল ঐ সবুজের
পতাকা ওড়ে,
বিজয় আসলো
তাই ঘরে ঘরে।