সৌমেন দেবনাথ
আমার ভালো চাও না তুমি
তোমার ভালো আমি,
তোমার কাজে বাঁধা আমি
আমার কাজে তুমি।
তোমার সুখে অসুখ আমার
করি না তাই শংসা,
আমার সুখে বিমুখ তুমি
করো ভীষণ হিংসা।
তোমার দৈন্যে আমি হাসি
কুমড়ো ফুলের হাসি,
আমার কষ্টে তুমি নাচো
স্ফূর্তি হৃদয় নাশী।
অন্যকে দোষ দিতে পাকা
নিজে সাজি শুদ্ধ,
নিজেকে কেউ দোষী করলে
হয়ে যাবো ক্রুদ্ধ।
নিজেকে ভাবি পবিত্র
নিজের ছেলে ভালো,
পরের ছেলে সফল হলে
নেভে মুখের আলো।
অন্যের হিতে জীবন দিতে
শিখতে হবে সবার,
এই সুন্দর জীবন পাবো না
পাবো না কেউ দুবার।