স্বাধীনতার রক্তে রাঙা…
বীর বিপ্লবী নেতাজী।
করেছো তুমি ব্রিটিশ মুক্ত…
ওই হুঙ্কারিত ধ্বনি।
রক্ত দাও,রক্ত দাও…
হে শত কোটি ভারতবাসী।
কতবার ওরা করেছে কারারুদ্ধ,
তোমায় আটকাতে পারেনি।
গুরুদেব ও বলে গেছে… তাই,
অমর বিপ্লবী নেতাজী।
তোমার রক্তের শিরায় শিরায়,
শুধু সংগ্রামী স্বদেশী।
স্বাধীনতা চাই,স্বাধীনতা চাই…
জাগো শত ভারতবাসী।
মুক্ত করো ভারতভূমি…
হে তেত্রিশ কোটি সংগ্রামী।
নেতাজী বলছে মুক্ত কন্ঠে,
আমার শত কোটি ভারতবাসী…
“তোমরা আমাকে রক্ত দাও,
আমি তোমাদের স্বাধীনতা দেব।”
বাজিছে আজ রণবাদ্য তরী,
শত কোটি ভারতবাসী।
গাইছে আজ স্বাধীন কন্ঠে,
জনগণমন অধি…।
কলমের লেখা গর্জে উঠেছে,
তুমি বীর সংগ্রামী নেতাজী।
যুগের ইতিহাসে তুমি ইতিহাস,
কত সংগ্রামী প্রতিবাদী।
তুমি শাশ্বত…
হে বীর সংগ্রামী নেতাজী।
এখনো রণাঙ্গন কেঁপে ওঠে…
তোমার বিদ্রোহের প্রতিধ্বনি।
ভারত সেনানায়ক নেতাজী,
গঠন করেছো সশস্ত্র বাহিনী।
মান্দালয়ের জেলে বসে…
লিখে গেছো কাব্যজীবনী।
তোমার রক্তের রঞ্জিত শিখায়…
আজও প্রতিধ্বনিত হয়,
স্বাধীনতার অমর বাণী।
যুগে যুগে এসো ফিরে …
হে মহান স্বদেশ প্রেমী।
অত্যাচারের দমন করতে,
যুগে যুগে এসো বীর বিপ্লবী নেতাজী।
তুমি অমর, চির জাগ্রত,
শুধু নেতাজী নেতাজী।
তাজা রক্তে লিখে গেছো তুমি…
পরাধীন ভারতের মুক্তিগামী।