বিমান বিশ্বাস
বর্ষার নীল ফেনা
ঝরা পাতার নাচ
গোলাপের চেনা ঢেউ
আদিম দামামা ধ্বনি
নূতনের আহ্বানে ভাসে
গোটা ধরিত্রী।
ভেজে চোখের পাতা
শৃঙ্খলের হুঙ্কার
তবু;
হৃদয়ে আঁকি
আশ্বিনের ক্যানভাস!
নূতন আসবে সেই
পুরাতনের হাত ধরে
বাজবে মনের টেলিফোন
অচেনার আহ্বানে!
পৌষের ঘ্রাণ
বনবনান্তর জুড়ে
আকাশের খেলা
তানপুরা জুড়ে যদিওবা
বাজে বেসুরো তান
তথাপি;
নূতনের আহ্বানে
হবে একাকার
বিস্ময় বিস্তৃত হৃদয়।
সুদূর নেপথ্যে
ভেজা শিউলির কলরব
কালো গোধূলি রাত
ঐশ্বর্যে ডুবে
তোমার হবে অভিসার
নূতনের টানে
সুখ আসবে ফিরে
সেই,
স্বর্গের সিঁড়ি বেয়ে।।