জ্যোৎস্নার অবগাহনে সিক্ত আজ
আমার ব্যস্ত শহর,
নিস্তব্ধ ল্যাম্পপোস্টের পাশে নিশ্চুপ হয়ে
একলা একা কাটছে আমার প্রহর।
এই শহরের আনাচে কানাচে
ছায়ায় মায়ায় কেনা,
চিরচেনা হয়েও জ্যোৎস্নামাখা চাঁদের আলোয়
হঠাৎ যেন লাগছে অচেনা।
গভীর নির্জনতায় মনে পড়ছে
কত না হারানো স্মৃতি,
চিঠিগুলি আজ পরে আছে খামে,
এভাবেই পথ চেয়ে দৃঢ় প্রতীক্ষায়
প্রত্যহ আমার আধাঁর রাত্রি নামে।
জানি কেটে যাচ্ছে সময়,
ফুরিয়ে যাচ্ছে দিন,
অপেক্ষার প্রহর আসছে কমে,
তবুও এই ব্যথিত হৃদয় জুড়ে
রোজ কান্নার পাহাড় জমে….
দিনশেষে জমানো কথাগুলির সাথে
দু এক খানা স্মৃতি হয়ে আছে যোগ,
চিরনিস্তব্ধতার রাজ্যে আজ নাহয়
এই নিস্তব্ধ ল্যাম্পপোস্ট
আমার গল্পের সঙ্গী হোক।
আমার জমানো গল্পগুলি
এই ব্যস্ত শহর জানুক,
আমার নিখোঁজ বিজ্ঞপ্তিতেও
ঠিক এভাবেই রাত্রি নামুক।