প্রিয়,
লেখক, পাঠক,শুভাকাঙ্ক্ষী এবং সাহিত্য পত্রিকা বাতায়ন24.কম পরিবারের সদস্যবৃন্দ সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। মহামারী করোনার মধ্য দিয়েই ২০২০ পেরিয়ে ২০২১ চলে এলো। ২০২০ সালে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গিয়েছে। সময় এসেছে এবার নতুন করে পেছনের সকল দুঃখ বেদনা ভুলে ২০২১ কে সাজিয়ে তোলার। তাই এই শুভদিনে আবারও আমাদের সম্মাননীত পাঠকগন, নিয়মিত লেখক, শুভাকাঙ্ক্ষী এবং বাতায়ন24.কম পরিবারের প্রিয় সদস্যদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।
আপনারা সবাই জানেন যে, গত বছর ছিল আমাদের সাহিত্য পত্রিকার বাতায়ন24 এর প্রতিষ্ঠা বছর। আমারা ২০২০ সালের সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে বাংলাদেশে সর্বোচ্চ সাহিত্য ফিচার অনলাইন পত্রিকা যা বর্তমানে গুগল রেংকিং অর্জন করেছে আপনাদের সবার ভারবাসা নিয়ে। তার জন্য আমাদের সাহিত্য পত্রিকার সকল লেখক ও পাঠকদের জানাই হৃদয়গ্রাহী অভিনন্দন।
পরিশেষে, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য, সুখী ও সমৃদ্ধ দিন কামনা করি। আল্লাহ আমাদের সকলের উপর তাঁর রহমত ও বরকত দান করুন।
শুভ নববর্ষ ২০২১ খ্রীষ্টাব্দ
তানভীর আহমেদ
নির্বাহি সম্পাদক,বাতায়ন24