মানিক চন্দ্র দে
লকডাউন আর করোনা গেঁরোয়
আজকের শিক্ষা যে বন্দি।
স্কুলের ঘন্টা আর বেঞ্চের সাথে
ধুলো-বালির হয়েছে সন্ধি।
শিক্ষা আজকে চাইছে ভিক্ষা
সভ্যতার দরবারে ঘুরে,
স্বার্থান্বেষী করছে যে রাজ
সারাটা বিশ্ব জুড়ে।
বিজ্ঞাপনে শিক্ষা বিকোয়
যেন মুদি সদাই,
প্রকৃত জ্ঞান দিচ্ছে ধোঁকা
ডিগ্রিটা চাইছি সবাই।
বই খুলে আজ পরীক্ষা বিধি
ওয়েব পেজেই পড়া,
তাতেই ভাবি শিক্ষিত
আর ধরাকে ভাবি সরা।
পড়ার মজা পাই যে আজো
রাজ্যের বই ঘেঁটে,
সেই মজা কী দেবে আমায়
আমার সীমিত নেটে?
মরণ ফাঁদে পড়ার আগে
দেখো তোমার ভুল।
চারিদিকে কান পাতলেই
দাবি উঠছে,চাই স্কুল।।