এম ইফতিমাম মুরাদ
যে ফুল ফুটিছে বনে
আনিবার জো ক-জনার?
ভুলেও যাবেনা সে কভূ
যোগ্যতা নেই যার !
দুরে বসে নিবে তার ঘ্রান
জাবেনা কভু কাছে
অন্যের হাতে দেখে ভাগাভাগি
খোশ আমদে থাকে যে পাশে!
চিন্তার চেতনায় ধরে যে
স্তুপ স্তরে মরিচিকা
এতো যে দেখি এতো যে শুনি
তবুও হয়না মোদের শেখা!
তুমি যা পারিবে নিজ বলে
করিবে শুধু যে তাই
সাধ্য ছাড়া পারিবোনা যাহা
যেথা কভূ নাহি যাই!