লাবন্য সীমা
যে চলে যায় স্বেচ্ছায়
তাকে পিছু ডাকা আমার স্বভাব বিরূদ্ধ
যাকে এত কাল ভালোবেসেছি তার অবহেলায় মুসরে পরা
আমার পরাজয়
যার হাত ধরে অচেনা পথে নির্ভয়ে হেঁটেছি কোনো এক সময়
হঠাৎ হারিয়ে যাওয়া সেই মানুষটির জন্য আজীবন প্রতিক্ষা করা আমার আকাংঙ্খা।
প্রতিনিয়ত কাছের মানুষ গুলোর দেওয়া আঘাত গুলোকে বুকে লালন করে নতুন করে বাঁচতে শিখাটা আমার জয়।।