তারেক আল মুনতাছির
রাতের নিওন বাতি,
ভিজে চলে অবিরাম ।
বৃষ্টির মতো স্বপ্নেরা,
গড়িয়ে পরে কাঁচের দেওয়ালে ।
চলো আজ নরম আলোয়,
শুনি কবিতা ভেজার শব্দ ।
হাত বাড়িয়ে কিছু বৃষ্টি কুড়িয়ে নিও,
আমাদের স্বপ্নের জন্য ।
রাতের নিওন বাতি,
উত্তাপ খোঁজে সারারাত ।
তোমার নরম বুকের গভীরে,
উষ্ণতা ঢেলে আগলে নিই।
কাঁচের দেওয়ালে বৃষ্টির মতো,
তোমার শরীরে দাগ কাটি।
নরম আলোয় কবিদের মতো,
তোমার কপালে ঠোঁট রাখি।
রাতের নিওন বাতি,
ক্যানভাস হয়ে তুমি সাড়া দিও।
আমার পাশে আকাশ হয়ে থেকো,
তোমার আকাশে আমি তারা গুনবো।