সৌমেন দেবনাথ
স্বপ্নের স্বপ্ন-ডিঙা গেছে ডুবে আমার হায়,
হাজার দেখার লক্ষ স্মৃতি নিয়ে আম্রকাননচ্ছায়।
ফেরে না ফেলে আসা দিন, ফিরবে না আর,
জীবন আমার যাচ্ছে জ্বলে অলক্ষ্যে সবার।
ভাবিনি এতো সর্বনাশ আসবে জীবনে, বিনা পূর্বাভাষে,
এতো সুখের প্রহরগুলো এখন আমার ইতিহাসে।
কল্পনার ক্ষেত খামারে ফলেনি কিছু, করিনি ভুল চাষ,
নিত্য ক্ষণের সঙ্গী আমার চাপা দীর্ঘশ্বাস।
কত বিরহতাপে বিদগ্ধ আমি সবার নেপথ্যে যে,
আশা ধ্বসে গেছে ডুবে সাগর গভীর অতলে।
নেই পাশে কেউ আমার জ্বলে পুড়ে গেছি হয়ে অঙ্গার,
এতো ব্যর্থতা দিয়ে ভরা জীবন কারো যেন না হয় আর।
যেদিকে তাকাই দেখি কেবল শূন্যতা আর হাহাকার,
আকাশে চাঁদ নেই যার আর তার নেই স্বাদ বাঁচার।
ক্ষীণ আশা বিলীন যে গেছে হয়ে পাপে ছিলো না অভ্যাস,
চৌদিক হতে হানে আমার পানে প্রবল ঘৃণাবাতাস।
আমার রাত্রির প্রভাত হওয়ার দেখি না কোনো সম্ভাবনা,
এতো শোচনীয় এ সংসারে আমি, আমার হয় না তুলনা।
ধূসর মরুভূমিতে পাই না আমি ছায়াশীতল মরুদ্যান,
যৌবনের প্রান্তসীমায় এসেও কারো থেকে পাই না সম্মান।
নিজ হাতে মৃত্যুকে বেছে নেয়া ছাড়া নেই অনন্যোপায়,
বিশ্ব সংসারে কেউ নেই আমার, মরলে পঁচবো কোথায়?