সম্পাদনা: তানভীর আহমেদ
নরসিংদী জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
আজ আমরা বাংলাদেশের জেলা পরিচিতির মধ্যে এই জেলা নরসিংদী সম্পর্কে জানব।
নরসিংদী জেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৫′১২″ উত্তর ৯০°৪৩′৪৮″ পূর্বস্থানাঙ্ক: ২৩°৫৫′১২″ উত্তর ৯০°৪৩′৪৮″ পূর্ব |
ভৌগোলিক সীমানা
মেঘনা, শীতলক্ষ্যা, আড়িয়াল খাঁ ও পুরাতন ব্রক্ষ্মপুত্র নদীর তীর বিধৌত জেলা নরসিংদী। এ জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা, দক্ষিণে নারায়ণগঞ্জ জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং পশ্চিমে গাজীপুর জেলা অবস্থিত।
জেলার ইতিহাস
পূর্বে এই অঞ্চলটি নরসিংহ নামক রাজার শাসনাধীন ছিল। এই থেকে ধারণা করা হয়, পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে প্রাচীন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে রাজা নরসিংহ নরসিংহপুর নামে একটি ছোট নগর স্থাপন করেছিলেন।
নরসিংদী নামটি রাজা নরসিংহের নাম অনুসারে উৎপত্তি হয়েছে বলে মনে করেন অনেক ইতিহাসবিদরা।এক সময়ে নরসিংদী অঞ্চলটি মহেশ্বরদী পরগনার অর্ন্তভূক্ত ছিল।
এ পরগনার জমিদার ছিলেন দেওয়ান ঈশা খা। তারপরে জমিদার ছিলেন দেওয়ান শরীফ খা ও আয়শা আক্তার খাতুন। জমিদারী প্রথা বিলুপ্তির পর নরসিংদী ছিল প্রশাসনিক ভাবে ঢাকা জেলাধীন নারায়নগঞ্জ মহকুমার একটি থানা।
১৯৭৭ সালে ঢাকা জেলার একটি মহকুমায় উন্নীত করা হয়। ১৯৮৪ সালে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব এবং রায়পুরা এ ০৬ টি উপজেলা এবং নরসিংদী পৌরসভা নিয়ে নরসিংদীকে জেলা ঘোষণা করে সরকার।
এলাকা সংক্রান্ত তথ্য
উপজেলার সংখ্যা ৬ টি
পৌরসভার সংখ্যা ৬ টি
ইউনিয়নের সংখ্যা ৭১ টি
গ্রামের সংখ্যা ১০৯৫ টি
প্রতি ব:কি:মি: লোকসংখ্যা= ১৬৫৮ জন
শিক্ষা
এখানকার প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে:
- নরসিংদী সরকারি কলেজ
- সরকারি শহিদ আসাদ কলেজ
- নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউট।
- আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ
অর্থনীতি
প্রাচীনকাল থেকেই নরসিংদী অর্থনীতিতে সমৃদ্ধশালি ছিল।
তাত শিল্প হচ্ছে এই এলাকার অর্থনীতির প্রধান হাতিয়ার,পলাশ থানায় আছে অসংখ্য শিল্প কারখানা। ডাংগা থেকে শুরু করে কাউয়াদী পর্যন্ত শীতলক্ষা নদীর তীর ঘেষে রয়েছে শিল্প কারখানা।
সামগ্রীক ভাবেই নরসিংদী জেলাটি প্রাচীনকাল থেকেই এতটাই উন্নত যে এ জেলার মাধবদীকে বলা হয় প্রাচ্যের ম্যানচ্যাস্টার।
দর্শনীয় স্থানমসূহ
- উয়ারী-বটেশ্বর – বেলাব উপজেলার অমলাব ইউনিয়ন।
- বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর – রায়পুরা উপজেলার রামনগর গ্রাম।
- সোনাইমুড়ি টেক – শিবপুর উপজেলা।
- ভাই গিরিশ চন্দ্র সেনের বাস্তুভিটা পাঁচদোনা বাজার সংলগ্ল বুড়ারহাট গ্রাম।
- আশরিনগর মিনি পার্ক -নরসিংদী রেল স্টেশনের সাথেই।
- ড্রীম হলিডে পার্ক- পাচদোনা।
প্রখ্যাত ব্যক্তিত্ব
- কবি দ্বিজদাস,
- সতীশচন্দ্র পাকড়াশী (১৮৯৩-৩০ ডিসেম্বর, ১৯৭৩) বাঙালী স্বাধীনতা সংগ্রামী ও সশস্ত্র বিপ্লবী।
- কবি শামসুর রাহমান,
- ড.আলাউদ্দিন আল আজাদ (৬ মে, ১৯৩২ – ৩ জুলাই, ২০০৯) ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমান
- মিঞা মোঃ সুন্দর আলী গান্ধী
সমাজ সংস্কারক অবিভক্ত বাংলার কৃষক-প্রজা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, বিদ্যুৎসাহী ও ছিলেন নরসিংদীর সিংহপুরুষ।
আরো আছেন
- আপেল মাহমুদ,
- ভাই গিরিশ চন্দ্র সেন অনুবাদক।
- স্যার কে,জি,গুপ্ত,
- সাবেক সেনাবাহিনী প্রধান মো: নূরউদ্দিন খান।
- জনাব সাদত আলী সরকার,ব্রিটিশ আমলে নরসিংদী জেলার সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন।
- জনাব কাশেম আলী সরকার (টেলু মিয়া),পাকিস্তান আমলে নরসিংদী জেলার সবচেয়ে ধনী ব্যক্তি,এবং ততকালিন সময় সমগ্র এশিয়ার মধ্যে সর্ব বৃহৎ তালিকা ভুক্ত ধান ও চাউলের ব্যবসায়ীদের মধ্যে এক জন ছিলেন।