এস আর এ হান্নান
পরনিন্দায় মত্ত্ব স্বভাব
সুবুদ্ধির আছে অভাব!
বালখিল্যতায় পটু নবাব
নানাভাবে পাচ্ছে জবাব!!
আশেকের নানা ফঁন্দি
অন্যকে করতে বন্দি!
নিত্যকার হরেক সন্ধি
অসুস্থ্য গরম চান্দি!!
ক্ষাপা করবে কুপোকাত
হিসেব কষে সারারাত!
কিনছে নুতন ধারাপাত
বাঙ্গির বিচি তেরোহাত!!
পাঠের বেটার সৃষ্টি
সদা হিংসে দৃস্টি!
কথা কয় মিস্টি
এইতো মহা কৃষ্টি!!
ফোঁড়ন কাটতে ব্যস্ত
এতেই থাকেন ন্যাস্ত!
মানুষ তিনি মস্তো
পাঁশে রয়না দোস্ত!!