শুরুতেই সকলকে আমার পক্ষ থেকে জানাই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। বৈশ্বিক মহামারী করোনার মধ্য দিয়েই ২০২০পেরিয়ে ২০২১ চলে এলো।
২০২০ সাল আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গিয়েছে। জীবনবোধের অজ্ঞতা কেড়ে নিয়েছে কত সুখ স্বপ্ন। তাই আজ সময় এসেছে স্রষ্টার কাছে নত মস্তকে প্রার্থনায় অন্তরের কলুষতা দূর করে পেছনের সকল দুঃখ বেদনা ভুলে ২০২১ কে সাজিয়ে তোলার। নববর্ষের নব প্রভাত নিয়ে আসুক মুক্তির বার্তা । নতুন আশায় জেগে উঠুক ক্লান্ত এ বিশ্ব পরিবার ।নতুন দিনের সুর্যকিরন আলোকিত করুক জীবনের মেঘাচ্ছন্ন আকাশ । ভ্রাতৃত্ব আর ভালোবাসার অটুট বন্ধন হারিয়ে দিক যত দৈন্যতাকে। আবার এ বেদনার্ত পৃথিবী ভরে উঠুক হাসি আনন্দ কোলাহলে,এই হোক আজ আমাদের প্রার্থনা।
সাহিত্য সম্পাদক,বাতায়ন24ডটকম
উম্মে কুলসুম মুন্নি