নবীন ছন্দ, নবীন সুর, নবীন লয় সহে
নববর্ষের আগমন হলো ভ্যাকসিনের বার্তা লয়ে।।
নববর্ষের ছোঁয়ায়
সুন্দর শোভিত হোক সকলের জীবন।।
করোনার হাত ধরে হাঁটছে দেশ
মানব জীবনের গতিও গেছে ফুরিয়ে
২০২১এ চাইছি শুধু
করোনা যাক পৃথিবী থেকে হারিয়ে।।
এই শুভ কামনায় সবাইকে জানাই ইংরেজি নববর্ষের অন্তহীন প্রীতিময় শুভেচ্ছা ও শুভকামনা,শুভ নববর্ষ ২০২১।
আহাদুজ্জামান।
বাগেরহাট প্রতিনিধি বাতায়ন24 ডট কম