পুরনো বছরের সকল ভুল থেকে শিক্ষা গ্রহণ করে, নতুন ভোরের আলোয় নিজেকে আলোকিত করতে, নব উদ্যোমে নিজেকে সুন্দর ভাবে পরিচালিত করুন। দেখবেন, আগত নতুন বছরটি হবে আপনার সাফল্য অর্জনের বছর, আপনার সফলতার বছর।
নতুন বছর ভালো কাটুক, সেই প্রত্যাশা করছি।
সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
ইমরান খান রাজ
শিশুতোষ সহসম্পাদক, বাতায়ন24ডটকম