দূর্যোগ মহামারীর কালো ছায়ায় এক এক করে ঝরে গেছে ২০২০ এর একেকটি দিন। আমাদের মুখোমুখি হতে হয়েছে নিদারুন সময়ের। আজ বছরের শেষ প্রান্তে দাড়িয়ে হিসেবের সব ঝাঁপি তুলে রাখলাম দুঃখের অগোচরে। আসুন সবাই মিলে প্রার্থনা করি পরম করুণাময়ের কাছে, দুর্যোগ কাটিয়ে যেনো নতুন বছরের দিনগুলি হয় শান্তিপূর্ণ, পৃথিবী হয় নিরাপদ। ভালো থাকার এই শুভ কামনায় নতুন আলোয় সূর্য দেখি। সেই আশার ডালি সাজিয়ে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা “শুভ নববর্ষ ” ২০২১। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
শিউলী মজুমদার
নিয়মিত লেখক,বাতায়ন24ডট কম
প্রিয় মানুষের অসাধারন লেখনি।
🎉…শুভ নববর্ষ…🎉