সৌমেন দেবনাথ
নতুন বছর এলো মাঝে
পাবে সবাই শৌর্য,
নতুন বছর নব হবো
ভুলে গিয়ে চৌর্য।
নতুন বছর শান্তি আসবে
বাজবে না আর তূর্য,
নতুন বছর নতুন সাজে
হাসবে নতুন সূর্য।
নতুন বছর হিংসা ভুলে
করবো আপন কর্ম,
নতুন বছর বাঁধবে না আর
দ্বন্দ্ব নিয়ে ধর্ম।
নতুন বছর সবার মাঝে
শান্তি আসুক ফিরে,
নতুন বছর সুখ স্বাচ্ছন্দ্য
থাকুক হৃদয় ঘিরে।
নতুন বছর থাকবে না ভয়
থাকবে না ভেদাভেদ,
অপ্রাপ্তিও থাকলে মনে
রাখবো না মনে খেদ।
সহন থেকে বহন করবো
দায়িত্বের প্রাচুর্য,
প্রতিদিনই জীবন তবে
দেখবে নতুন সূর্য।