এস আর এ হান্নান
কর্ম নয়তো কল্যাণকর
স্বভাব ছলে ক্ষতিকর
ও কারিগর!
কেন এতো স্বার্থপর!
ক্ষণে ক্ষণে আপনপর
কীটপোঁকা মগজভর
ও কারিগর!
কেন এতো জাদুকর!
তুষামোদে অকাঁতর
সুয়োগ বুঝে সমাদর
ও কারিগর!
কেন এতো হিংসেকর!
বাবুই পাখির কুড়েঘর
চড়ুই পাখির দালানঘর
ও কারিগর!
কেন এতো বাজীগর!
বাতি নেই বাতিঘর
ছবি নেই ছবিঘর
ও কারিগর!
কেন এতো ধুরন্ধর!