তাপস কুমার বর
ম্মান তুমি আজ কোথায় গেলে?
তোমার ইতিহাসের প্রস্তরীভূত সাম্রাজ্যে।
আমার স্বপ্নের হাত-
পরশুরামের কুঠারির মতো প্রতিবাদী হয়ে ওঠে।
ওই ঔদ্ধত্যে দাঁড়ানো অত্যাচারী সাম্রাজ্যবাদ,
অত্যাচারের নীল খিলানে…
কালো পতাকা উড়িয়ে শিকল বেড়ির সাম্রাজ্য বানিয়েছে।
আমার স্বপ্নের সাধ…
সব চূর্ণবিচূর্ণ হয়ে-
রাজপথে দানবের হাতে রক্তমাখা লাশ হয়ে পড়ে।
আমার সাধনার সাধ ওই ইছামতির কূলে,
সে লাশ হয়ে আমার কান্নার সমুদ্রে মিশে আছে।
তুমি বিবেকের কোলজে ছিঁড়ে….
আজ আমার যন্ত্রণার দগ্ধ কারাগারে বন্দি হয়ে।
তুমি আমার বিদ্রোহী প্রতিবাদী তেজ,
ওরা হিংস্রতা নিয়ে তোমায় গিলেছে।
রক্তমাখা দানবরূপী হাত,
রক্তের পিপাসু স্বাদে….
যন্ত্রণায় ডুকরে মরা কত লাশ এখনো রাজপথে পড়ে।
আমার রোমান্টিকতা…..
ক্ষমতার উন্নায়নে অত্যাচারীর বিরুদ্ধে প্রতিবাদ।
অভিশাপের কারাগারে আজ বন্দি হয়ে,
আমি কলম্বাসের কম্পাস নাড়িয়ে,
হাজার হাজার লাশ মাড়িয়ে…..
রক্ত পিপাসু দানব খুঁজে বেড়াই এখনো প্রতি রাতে।
আমার দগ্ধতার যন্ত্রণা সেদিন ওরা টের পাবে,
হাজার রক্তমাখা লাশ সেদিন আমার সম্মুখে।
আমি প্রতিবাদী কুঠারি হাতে হতে চাই পরশুরাম,
ওই অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে।
আমার প্রতিবাদ সেদিন যাবেনা থমকে,
শত শত লাশের কান্না এখনো আমার কানে বাজে,
আমি কুঠারি হাতে…
গভীর নিশীথ রাতে ঘুরে বেড়াই রক্তমাখা দানব খুঁজতে।
হাজার হাজার ধর্ষিতা লাশ আমার পথ মাড়িয়ে চলে,
ওই প্রতিশোধে হিংস্র দানবের রক্ত গেলা জিভ টেনে ছিঁড়ে আনতে।