ইমরান খান রাজ (স্টাফ রিপোর্টার)
ঢাকার দোহার উপজেলার সাতভিটায় সাতভিটা-নারিশা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়। শুক্রবার রাতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়। ফাইনালে ২-১ ম্যাচে জয়ী হয়েছে সাইফ আজাদ প্রেম ও নাসির জামসিদ রাকিবের দল।
ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহ-জাহান মোল্লা। এসময় তিনি যুব সমাজকে খেলাধুলায় এগিয়ে আসার আহবান জানান ও এবিষয়ে সার্বিকভাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জু মোল্লা, নারিশা বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ শাহিন, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বাবুল কাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাওসার খালাসি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, মো. জাকির হোসেন, শেখ সোহাগ, স্বপন মোল্লা, মোরাদ মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ প্রমুখ।
টুর্নামেন্ট আয়োজনে ছিলেন জুবায়ের বেপারী, সাইফ আজাদ প্রেম, বাবু বেপারী, পিয়াস বেপারী, মো. হিরন, সাফায়েত আজাদ পলক, শাকিল বেপারী, মো. আকাশ, মো জুনায়েদ, নাসির জামসিদ রাকিব, মো. ইব্রাহিম প্রমুখ।