দোহার উপজেলার সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার জন্য আমরা এর বার্ষিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নারিশা উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে অত্র এলাকার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে।
মানবতার জন্য আমরা সংগঠনের সভাপতি ইমরান খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা মঞ্জু মোল্লা, ঢাকা জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান এবং সংগঠনের উপদেষ্টা শাহজাহান মোল্লা, নারিশা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মহসিন হাওলাদার, অত্র স্কুলের প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা শওকত হোসেন, বাবুল কাজী, আঃ সাত্তার খান, মাওলানা মাইনুল ইসলাম মাহিন।
সংগঠনের সিনেট সদস্য রহিদুল চৌধুরীর সঞ্চালনায় সূচনা বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক বিপুল মাহমুদ জয় উপস্থিত সবাইকে মানবতার কাজে এগিয়ে আসার আহবান জানায় ও সংগঠনকে আরো গতিশীল করতে সকল সদস্যদের প্রতি আহবান জানান।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি খলিলুর রহমান রাফসান, নজরুল ইসলাম, রাব্বি মোড়ল, সিনেট সদস্য আশিকুর রহমান, হৃদয় গাজী, শাকিল মাহমুদ অন্তর, মাহিম হোসেন মামুন, সাইফ আজাদ প্রেম, যুগ্ম-সাধারণ সম্পাদক শুভ দাশ, সাংগঠনিক সম্পাদক মোয়াজ বীন হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াসিম হোসেন, দপ্তর সম্পাদক আকাশ কুমার মণ্ডল, প্রচার সম্পাদক রেজওয়ান মাহমুদ সিয়াম, ক্যাশিয়ার তাইজুল ইসলাম, সহকারী ক্যাশিয়ার রুহুল আমিন রাব্বি, শিক্ষা বিষয়ক সম্পাদক মৌসুমি আক্তার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার, নিশিতা আক্তার, আকাশ পাল, কার্যকরী সদস্য রাইসুল পিয়াস, শাকিল নিরব, পবিত্র রাজবংশী, আব্দুর রহমান রুবেল প্রমুখ।