ইমরান খান রাজ (স্টাফ রিপোর্টার)
“শেখ হাসিনার নেতৃত্বে তোমার পথে হাটছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ” এই স্লোগান সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৯ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্বরণে অলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও সোনার বাংলা বিনির্মানে বঙ্গবন্ধুর ভূমিকা তুলে ধরেন।
দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এফ এম ফিরোজ মাহামুদ, সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, দোহার পৌরসভা প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রজ্জব আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজললু হক, দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল হক বেপারী, মোল্লা মুহাম্মদ বেলাল হোসেন, আলাউদ্দিন মোল্লা, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, কুসুমহাটি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, নয়াবাড়ি চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, মুকসুদপুর চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, দোহার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাবিব বেপারী, বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হোসাইনসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন দরানী।