সারা দেশের ন্যায় ঢাকার দোহার উপজেলায় আজ সকালে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে টিকা দেওয়ার মধ্য দিয়ে দোহারে করোনাভাইরাসের টিকা কার্যক্রম শুরু করা হয়। পর্যায়ক্রমে রেজিষ্ট্রেশনকৃত সবাইকে ভ্যাক্সিন প্রয়োগ করা হবে বলে জানায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
টিকা নেওয়ার পর আলমগীর হোসেন বলেন, সবাইকে উৎসাহিত করার জন্য আমি প্রথম টিকা নিলাম। কেউ ভয় পাবেন না, সাহস রাখনু। টিকা নিন, সুস্থ থাকুন। ঢাকা-১ আসন তথা দোহার ও নবাবগঞ্জ উপজেলায় দ্রুত ভ্যাক্সিন পৌঁছে দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানকে ধন্যবাদ জানান।