এস আর এ হান্নান
ফেরিওয়ালা দেহোপজীরিনীর দুষ্কর্মে
বৈকল্য নিশ্চিত এবং অনিবার্য!
প্রকাশ ও প্রকাশ্যের প্রভেদই
ভৎসনায় ভরে উঠবে বৈকি!
ধান্দা-ধাপ্পা এবং প্রবঞ্চনাকারি
একদিন পঁচা পণ্যে পরিণত হবে!
গণিকার যাপিত জীবনের জঘন্যতা
কুরে কুরে খাবে অষ্টপ্রহর!
বেশ্যার বেসাতি কাউকে ক্ষণিকের সুখ উপহার দিলেও
একদিন তিরস্কারের তীর তারই বুকে বিধবে!
নষ্ট ব্যবসার খেসারত দেওয়ার জন্য
কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেই হবে!
শরীর ও সৌন্ধর্যের চাকচিক্যতা ফুরিয়ে গেলে
কামুক পুরুষও ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়!