বেলাল হোসেন
একটি দেশ চাই
হ্যাঁ চাই,ছবির মত শান্তসৃষ্ট হোক বা না হোক
উত্তপ্ত রৌদ্র, বালুকাময়, অথবা পানিশূন্য এবড়ো থেবড়ো
ছোট-বড় যাই হোক,চাই ছবির মত আল্পনাকৃত
বেঁচে থাকার মত বাড়ি-গাড়ি, ভাত-তরকারি, ইট কাঠ চাই
হোক সে বাসি পচা জং-এ ধরা তবু বাচার মতো দেশ চাই
হ্যাঁ হ্যাঁ চাই-ই চাই নেই কোনো সন্দেহ।
চাই,ঐ যে তাঁজা টগবগে যুবক চলে যাচ্ছে বায়ে
সে হোক ল্যাংড়া, আতুড়,খুনি-মহাখুনি, ফেরারি, লুটোরী,
চোর-ডাকাত, ফেরিওয়ালা, চামার-কামার,ধর্ষক
নো প্রব্লেম, আমি সরাব সব জঞ্জাল।
তবু দেশ চাই,হোক সে ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড,
দুর্ভিক্ষের কবলে ঝর্জড়িত, অস্তিত্ববিনাশী অন্ধকার,
ভয়ার্ত অশানি, শঙ্কাযুক্ত, শোকাতুর পাতাহীন বৃক্ষ,
আহত পাখি, সুদীর্ঘকালব্যাপী বয়ে চলা কষ্টার্জিত নদী,
হত দরিদ্র, ঋণখেলাপী, শেকলের তালায় বন্দী
যাই-ই হোক দোষ নেই তাতে
স্রেফ জানিয়ে দিতে চাই দেশ চাই!
যদি পৃথিবীর সব আলো ধীরে ধীরে একদিন নিভে যায়
সমস্ত ফুল যদি তার নিজস্ব সুবাস হারায়
যদি পৃথিবীর সমস্ত পাখি তার সুমধুর সুর ভুলে যায়
যদি উত্তাল সমুদ্র ভুলে যায় তার কলতান
যদি মানুষে মানুষে ভাব নড়বড়ে হয়ে যায়
আমি ঠাঁই দাঁড়িয়ে উচ্চস্বরে সেদিনও বলিব দেশ চাই
এক টুকরো স্বচ্ছ মাটি চাই,বাঁচতে চাই।
আজও আমি বন্দী হয়ে ধর্ষিত হই
আজও আমি ধবল রোগীর মত সাদা চামড়ায় নগ্নতা খুঁজি
হাসপাতালের শুভ্র বেডে সারারাত ছটফট করি
বিষাদের নঁকশী কাথায় নিজের নিতম্ব গুঁজি।
আজও আমি……..
এ আমার দেশ হতে পারে না!
কে দিবে আমায় এমন একটি দেশ?
এমপি,মন্ত্রী ,রাজা,বাদশাহ,চালক,বেশ্যা
এ আমি কিচ্ছু জানি না,দেশ চাই।
হ্যাঁ, একটি দেশ চাই
মানুষ,বাড়ি-গাড়ি,নদী-নালা, গাছপালা,
পশু পাখি, আলো-ছায়া, চন্দ্র-সূর্য
এসবের কিছুই প্রয়োজন নেই, দেশ চাই
হোক সে বাজারে নিলামে ওঠা সর্বনিম্ন ডাক
তবু চাই,দেশ চাই না হলে আত্মহত্যা করব!!
(এয়ারপোর্ট)