আমার মায়ের মুখে শুনেছিলাম,যুদ্ধের কাহিনী,
বাংলাদেশে এলো যখন,পাক-হানাদার বাহিনী,
যুদ্ধে গেলো বাবা আমার,দেশ করিতে জয়,
তার লাগিয়া মায়ের মনে,লাগত বড় ভয়,
কি আনন্দ বয়লো দেশে,স্বাধীনতাকে ঘিরিয়া,
স্বাধীন হইল দেশটা আমার,বাবা আইলো না ফিরিয়া,
শহীন হইল বাবা আমার,আর আইলো না ফিরিয়া।
যুদ্ধের মাঝে জন্ম আমার,জুড়ে মায়ের বুক,
বাবা আমার,আমি বাবার,দেখি নাইত মুখ,
একটা শুধু ছবি দেখি,আমার মায়ের হাতে,
তাই দেখিয়া মায়ে আমার,অশ্রুজলে ভাসে,
বাবার আদর ভালোবাসা,পায়নি আমি কিছু,
এই দুঃখ বুকে নিয়া,একদিন যাব মরিয়া,
স্বাধীন হইল দেশটা আমার,বাবা আইলো না ফিরিয়া,
শহীদ হইল বাবা আমার,আর আইলো না ফিরিয়া।
কত কিছুর জন্ম হইল,এই না স্বাধীন দেশে,
আমার রইল বাবার অভাব,মা কাঁদে সে দুঃখে,
তবু আমি গর্ব করি,লেখে যায় দেশের গান,
এই স্বদেশের জন্য বাবা,দিয়েছে যে প্রাণ।
সদা কাঁদি বাবার জন্য,বসে ভেবে ভেবে,
স্বাধীন হইল দেশটা আমার,বাবা আইলো না ফিরিয়া,
শহীদ হইল বাবা আমার,আর আইলো না ফিরিয়া।
(১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যে সকল সন্তান হারিয়েছে তাদের জন্মদাতা পিতাকে,
সে সকল সন্তান দের উৎসর্গ করলাম এই দেশাত্মকবোধক গানটি।আল্লাহ পাক যেন সকল শহীদের জান্নাত নসিব করেন)
আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার এই দেশাত্মবোধক গানটি আপনাদের অনলাইন ওয়েব সাইটে প্রকাশ করার জন্য। আমি আবেগে আপ্লুত,সত্যিই আমি আনন্দিত।