বাতায়ন24 ডেক্স
আগামি ২৩ জানুয়ারি শনিবার চর্যাপদ সাহিত্য একাডেমি চাঁদপুরে আয়োজন করেছে দেশবিখ্যাত তিন গিটার শিল্পীর শীতকালীন গিটার সন্ধ্যা অনুষ্ঠান।
রোটারী ভবনে নতুন বাজার চাঁদপুরে বিকেল ৪:৩০ মিনিটেএ অনুষ্ঠানটির উদ্বোধক হিসাবে থাকবেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল।
প্রধান অতিথি থাকবেন চাঁদপুর সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত এবং বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট সমাজসেবক লায়ন মাহমুদ হাসান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর অধ্যক্ষ মনোজ কান্তি আচার্যী, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিশিষ্ট লেখক শেখ মহিউদ্দিন রাসেল।
সভাপ্রধান হিসাবে উপস্থিত থাকবেন চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি নূরুন্নাহার মুন্নি এবং অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন চর্যাপদ সাহিত্য একাডেমির লাইব্রেরিয়ান আইরিন সুলতানা লিমা এবং আফসানা তন্নি।
হাওয়াইন গিটার পরিবেশন করবেন বাংলাদেশ হাওয়াইয়ান গিটার ফোরামের জেনারেল সেক্রেটারী সানি জামান, চাঁদপুরের খ্যাতিমান হাওয়াইয়ান গিটার শিল্পী দিলীপ কুমার ঘোষ এবং চট্টগ্রাম বেতারের নিয়মিত শিল্পী অর্পন বড়ুয়া। দেশবিখ্যাত এই শিল্পীদের গিটারের সুরের মূর্ছনায় বাজবে মনমাতানো বিখ্যাত সব গান এবং আরো থাকবে চর্যাপদ সাহিত্য একাডেমির কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি।
উক্ত অনুষ্ঠান সর্বসাধারনের জন্যে উন্মুক্ত থাকবে।
শিল্প-সংস্কৃতিপ্রেমি সবাইকে অনুষ্ঠানে উপস্থিতি থাকার জন্য অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক আয়েশা আক্তার রুপা, সদস্য সচিব শিউলী মজুমদার ও চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি। গিটার সন্ধ্যা অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ফোকাস মোহনা.কম।