দেবী
দেবী,
এমন কেন হয় বলতে পারো?
তুমি যে ঈশ্বরকে পুজো কোরো,
‘মানুষ’ই সেই ঈশ্বরকে সম্পত্তি বানায়!
তুমি যাদের মানুষ ভেবে শ্রদ্ধা করো,
তাদের ‘মান’, ‘হুস’ দুটোই লুপ্তপ্রায়!
তুমি যাকে ‘ফুল ‘ভেবে আদর করো,
সেইখানে ‘কীট’ পুরুষত্ব দেখায়!
তুমি যাদের ‘মৃতমানুষ’ ভেবে এড়িয়ে যাও,
তারাও অন্ধকারে’ধর্ষিত’ হয়!
তুমি যে ‘রাজপথে’ নিরাপদে হেটে যাও,
সেই পথেও নারী শরীর ‘কেনা বেচা’ হয়!
দেবী,
এমন কেন হয় বলতে পারো ?
তুমি যে সমাজে ‘শিক্ষার’ আলো জ্বালাও,
সেই সভ্য সমাজে ‘জ্ঞান’টা সীমিত পরীক্ষায়!
তুমি যাদের ‘জ্ঞানী’ ‘শিক্ষিত’ ভাবো,
তাদের শিক্ষিত মনোভাব ‘মূর্খতা’ দেখায়!
তুমি যাদের মূর্খ ভেবে অবহেলা করো,
তারা অনাবৃষ্টিতেও ‘ফসল’ ফলায়!
তুমি যে সমাজকে ‘স্বাধীন’ মনে করো,
সেইখানে ‘স্ব -অধীনতা’ শাসন চালায়!
তবুও সময়ের সাথে সমাজটা আজও সচল,
সচলতার ‘নীতিকথা’ খোদিত,সাধারণ মানুষের যন্ত্রনায়!